ইউএস ওপেনের ফাইনালে নাদাল, অ্যান্ডারসন

আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা কেভিন অ্যান্ডারসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 03:59 AM
Updated : 9 Sept 2017, 03:59 AM

নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজে শুক্রবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে স্পেনের শীর্ষ বাছাই নাদাল আর্জেন্টিনার ২৪তম বাছাই পোত্রোকে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ গেমে হারান।

৩১ বছর বয়সী নাদাল ক্যারিয়ারের ১৬তম ও ইউএস ওপেনের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে খেলবেন চমক জাগানো এক প্রতিপক্ষের বিপক্ষে।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার ৩১ বছর বয়সী অ্যান্ডারসন দ্বাদশ বাছাই স্পেনের পাবলো কারেনিয়ো বুস্তাকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে হারান।

১৯৭৩ সালে র‌্যাঙ্কিং সিস্টেম চালুর পর বিশ্বের ৩২ নম্বর খেলোয়াড় অ্যান্ডারসনই সবচেয়ে কম র‌্যাঙ্কিংধারী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ছেলেদের ফাইনালে উঠলেন।