ফরোয়ার্ডদের ব্যর্থতায় মোহামেডানের ড্র

আগের দুই ম্যাচ হেরে আসা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়ে ফেরার সুযোগ হাতছাড়া হয়েছে ফরোয়ার্ডদের ব্যর্থতায়। শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সৈয়দ নইমুদ্দিনের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2017, 03:47 PM
Updated : 7 Sept 2017, 03:47 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ৪০তম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় এগিয়ে যাওয়া হয়নি শেখ রাসেলের। মোহাম্মদ জুলফিকারের শট শেষ মুহূর্তে পাঞ্চ করে ফেরান অনিক হোসেন।

এরপর প্রতিপক্ষের রক্ষণে চাপ দেয় মোহামেডান। কিন্তু কিংসলে চিগোজির ব্যর্থতায় একের পর এক সুযোগ নষ্ট হতে থাকে। ৪২তম মিনিটে প্রতিআক্রমণ থেকে তকলিস আহমেদ বল বাড়িয়েছিলেন, কিন্তু নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন।

৫২তম মিনিটে ক্রসবার উড়িয়ে মারার পর ৬২তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের ভেতর থেকে একইভাবে উড়িয়ে মারেন কিংসলে।

৭৮তম মিনিটে ডান দিক থেকে ফয়সাল মাহমুদের শট শেখ মুহূর্তে গ্লাভসের ছোঁয়ার কর্নারের বিনিময়ে ফেরান শেখ রাসেল গোলরক্ষক মাকসুদুর রহমান।

সাত ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ৮; মোহামেডানের ৭।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় টিম বিজেএমসি।