পিছিয়ে পড়ে স্বস্তির জয় শেখ জামালের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2017 09:41 PM BdST Updated: 06 Sep 2017 09:41 PM BdST
পিছিয়ে পড়ার ধাক্কা দারুণভাবে সামলে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে শেখ জামালের জয়টি ২-১ গোলের। সাত ম্যাচে ষষ্ঠ জয়ের স্বাদ পাওয়া দলটি ১৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে।
ম্যাচের প্রথম সুযোগটি কাজে লাগিয়ে ২০তম মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। মিঠু বিশ্বাসের কর্নারে মোহাম্মদ বিপ্লবের হেড ঠিকানা খুঁজে পায়।
২৮তম মিনিটে সমতায় ফেরা হয়নি শেখ জামালের। ডি-বক্সের বেশ বাইরে থেকে সলোমন কিংয়ের দূরপাল্লার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লেগে ফিরে।
৪৯তম মিনিটে গোলরক্ষকে কাটানোর পর মাসুদ রানার শট পোস্টে লাগলে ব্যবধান দ্বিগুণ করতে পারেনি ব্রাদার্স।
পাঁচ মিনিট পর সমতায় ফেরে শেখ জামাল। জাবেদ খানের মাপা ক্রসে নিখুঁত হেডে কাছের পোস্ট দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন সলোমন।
সলোমনের গোলেই ৬৮তম মিনিটে এগিয়ে যায় ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে এনামুল হকের কর্নারে গাম্বিয়ার এই ফরোয়ার্ডের হেড ঠিকানা খুঁজে পায়।
একটু পর এনামুল দ্বিতীয় হলুদ কার্ড পেলেও শেখ জামালের শক্তি কমার সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাদার্স। শেষ পর্যন্ত চতুর্থ হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে নিকোলা ভিতরোভিচের দল। ব্রাদার্সের পয়েন্ট ৫।
বুধবার প্রথম ম্যাচে ১-১ ড্র করে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও