ফরাশগঞ্জ-রহমতগঞ্জ ড্র

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র করেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 01:23 PM
Updated : 6 Sept 2017, 01:23 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ২১তম মিনিটে চিনেডি ম্যাথিউর আড়াআড়ি পাস মোহাম্মদ শামীম নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় ফরাশগঞ্জ।

৩৯তম মিনিটে ফয়সাল আহমেদের দূরপাল্লার শট ক্রসবারে লেগে গোলমুখে পড়ার পর শাফায়েত মুন্না বিপদমুক্ত করলে সমতায় ফিরতে পারেনি রহমতগঞ্জ।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। কর্নার থেকে ইসমাইল বাঙ্গুরার দুর্বল হেড গ্লাভসে নিতে পারেননি গোলরক্ষক অসীম দাস। গোলমুখে থাকা মোহাম্মদ ইলিয়াস সুযোগটা কাজে লাগান।

শেখ দিকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৮৬তম মিনিটে ম্যাথিউর ডি-বক্সের একটু বাইরে থেকে নেওয়া শট ক্রসবারে লেগে ফিরলে এগিয়ে যাওয়া হয়নি ফরাশগঞ্জের।

৯০তম মিনিটে গোলমুখে বল পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ রহমতগঞ্জের শারহান হাওলাদার। পাল্টা আক্রমণে গোলরক্ষকের দৃঢ়তায় গোল পায়নি ফরাশগঞ্জও। ডান দিক থেকে আক্রমণে ঢোকা আফজাল হোসেনের শট ওমর ফারুক লিঙ্কন ফিস্ট করলেও বল জালের দিকে ছুটছিল; শেষ মুহূর্তে বিপদমুক্ত করেন গোলরক্ষক। এরপর তৌহিদুর জামান লিটনের হেড গ্লাভসবন্দি করেন ফারুক।

সাত ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ৯; তলানিতে থাকা ফরাশগঞ্জের পয়েন্ট ৪।