‘জিতলে ব্রাজিলই জিততো’

কলম্বিয়ার বিপক্ষে পয়েন্ট হারালেও দলের খেলায় খুশি তিতে। তবে ব্রাজিল কোচের দাবি, ম্যাচে যদি কোনো দল জয়ী হতো, তাহলে সেটা ব্রাজিলই হতো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 10:59 AM
Updated : 6 Sept 2017, 10:59 AM

বাংলাদেশ সময় বুধবার ভোরে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। বাছাইপর্বে টানা নয় জয়ের পর পয়েন্ট হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগেই বিশ্বকাপের টিকেট পাওয়া ব্রাজিলের কোচ অবশ্য ড্র করলেও শিষ্যদের পারফরম্যান্সের ধারাবাহিকতায় খুশি। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো প্রতিপক্ষকে প্রশংসা করতেও ভোলেননি তিতে।

“এই ম্যাচে আমরা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছিলাম। ড্রটা ন্যায্য ছিল; কিন্তু যদি কেউ বিজয়ী হতো, সেটা ব্রাজিল হতো। কেননা, আমরা অনেক বেশি সুযোগ পেয়েছিলাম।” 

“কলম্বিয়ার উঁচু মানের আক্রমণাত্মক খেলোয়াড় আছে-হামেস রদ্রিগেস, ফালকাও, কারদোনা।...একুয়েডরের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের চেয়েও এই ম্যাচে ছেলেদের পারফরম্যান্সে আমি বেশি খুশি।”

বিরতির আগ মুহূর্তে উইলিয়ানের গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান রাদামেল ফালকাও।

ম্যাচে আলো ছড়াতে পারেননি রবের্ত ফিরমিনো। লিভারপুলের এই ফরোয়ার্ডের কাছে তাই নিজের প্রত্যাশাটা জানিয়ে রাখলেন তিতে।

“এটা ছিল তার স্বাভাবিক খেলা কিন্তু তার আরও বেশি দেওয়ার আছে।”