২০২০ সাল পর্যন্ত আতলেতিকোয় সিমেওনে

দিয়েগো সিমেওনের সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে আতলেতিকো মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী লা লিগার ক্লাবটিতে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন আর্জেন্টাইন এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2017, 02:53 PM
Updated : 5 Sept 2017, 02:54 PM

২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোর দায়িত্ব নেওয়া সিমেওনে মঙ্গলবার নতুন চুক্তিতে সই করেন।

এক বছর আগে চুক্তির মেয়াদ কমিয়ে ২০২০ থেকে ২০১৮ করতে সম্মত হয়েছিল সিমেওনে ও ক্লাব কর্তৃপক্ষ। নতুন চুক্তিতে আগের মেয়াদেই ফিরে গেলেন তিনি।

সিমেওনের অধীনে অনেক সাফল্য পেয়েছে আতলেতিকো। তার সময়ে লা লিগা, কোপা দেল রে ও ইউরোপা লিগসহ পাঁচটি বড় শিরোপা ঘরে তুলেছে তারা। 

২০১৪ ও ২০১৬ সালে খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। কিন্তু দুবারই হারতে হয় নিজেদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে।

সিমেওনের অধীনে লিগে গত পাঁচ মৌসুমে প্রতিবারই পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে অবস্থান ছিল আতলেতিকোর।