মেসির চুক্তির বাকি শুধু আনুষ্ঠানিকতা: বার্সা সভাপতি

লিওনেল মেসি বার্সেলোনাতেই থাকছেন বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন জোসেপ মারিয়া বার্তোমেউ। ক্লাব সভাপতি জানিয়েছেন, মেসির নতুন চুক্তিতে তার বাবা হোর্হে মেসি এরই মধ্যে সই করেছেন। বাকি কেবল চুক্তির আনুষ্ঠানিকতা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2017, 12:29 PM
Updated : 5 Sept 2017, 12:44 PM

গত জুলাইয়ে বার্সেলোনা কর্তৃপক্ষ জানায়, তাদের সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছে মেসি। সে অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার। তার বাই আউট ক্লজ ধরা হয়েছে ৩০ কোটি ইউরো।

ক্লাবের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, কয়েক সপ্তাহের মধ্যেই মেসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি হবে। কিন্তু দুই মাস কেটে গেলেও নতুন চুক্তিতে এখনও সই করেননি আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। এতে তার দল-বদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়। খবর বের হয়, পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে পারেন তিনি।

কাতালুনিয়ার ক্রীড়া দৈনিক স্পোর্তকে বার্তোমেউ বলেন, “সবাই একমত হয়েছে এবং সই হয়ে গেছে”

“এখানে তিনটা চুক্তি। একটি মেসি ফাউন্ডেশনের সঙ্গে যেটাতে এর সভাপতি ও মেসির ভাই সই করেছে।”

“আরেকটা মেসির ইমেজ স্বত্ব নিয়ে চুক্তি, যেটায় তার বাবা সই করেছেন, যিনি এই কোম্পানির প্রশাসক। আর একটি নিয়োগের চুক্তি, যেটাতেও তার বাবা সই করেছেন, যা করার ক্ষমতা তার আছে।”

তবে বাকি থাকলো কি এই প্রশ্নের জবাবে বার্সেলোনা সভাপতি বলেন, “লিও আসার পর আনুষ্ঠানিক ছবি তোলা হবে এবং সই করার প্রক্রিয়া শেষ হবে।”

“চুক্তি সই হয়ে গেছে। জুন মাস থেকে এটা কার্যকর; ৩০ জুন থেকে, যে দিন সে বিয়ে করেছিল।” 

ব্যস্ত সূচির কারণে যুতসই সময় না পাওয়ায় চুক্তির আনুষ্ঠানিকতা সারা হয়নি বলে দাবি করেন বার্তোমেউ।

“আমাদের সূচির সমস্যা ছিল। সে সেপ্টেম্বরের ৬ বা ৭ তারিখ ফিরবে, এরপর আমরা ৯ সেপ্টেম্বর খেলবো। অনেকগুলো ম্যাচ আছে। আমরা মুহূর্তটা খুঁজে নেব…। আমি আশা করি এটা এক মাসের মধ্যেই হবে।”

“এটা নিয়ে মানুষের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অনেক গুঞ্জন আছে। কিন্তু তারা শান্ত থাকতে পারে।”

মেসি তার পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই বার্সেলোনায় খেলছেন। ২০০৪ সালে ক্লাবটিতে অভিষেক হয়েছিল তার। 

ক্যারিয়ারে আটটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২৯টি শিরোপা জিতেছেন গত জুনে ৩০ বছরে পা রাখা মেসি।