মেসির সঙ্গে টানাপোড়েন নেই: সাম্পাওলি

আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে সম্পর্কে চিড় ধরার খবর উড়িয়ে দিয়েছেন কোচ হোর্হে সাম্পাওলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2017, 08:13 AM
Updated : 5 Sept 2017, 08:15 AM

গত শুক্রবার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা।

আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে না পারলেও ম্যাচের পর মেসির প্রশংসায় পঞ্চমুখ হন সাম্পাওলি। কিন্তু দুজনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর বের হয় যা উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচ।

“আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে যখন কোনো মিথ্যা হাজারবার বলা হয়, তা সত্যি হয়ে যায়।”

“বিশ্বকাপে আর্জেন্টিনার জায়গা করে নেওয়ার চেষ্টায় মেসি পুরোপুরি নিয়োজিত। লিও দলে থাকলে মেসি-নির্ভরতা দূর করা কঠিন।”

মাউরো ইকার্দিকে সেন্টার ফরোয়ার্ডে রেখে মেসিকে তার পেছনে খেলান সাম্পাওলি। পাওলো দিবালা ও আনহেল দি মারিয়াও ছিলেন আক্রমণে। মেসিকে খেলার পথ করে দিয়েছিলেন এভার বানেগাও। কিন্তু গোল মেলেনি। আর্জেন্টিনা কোচ জানালেন, আক্রমণভাগের জুটি নিয়ে কাজ করে যাবেন তিনি।

“এভার বানেগার মতো দারুণ সক্ষম খেলোয়াড় মেসিকে প্রতিপক্ষের অর্ধে ঘোরাঘুরি সুযোগ করে দিয়েছিল। লিও-দি মারিয়া, বানেগা-লিও জুটি আছে। আমরা লিও-দিবালা, লিও-ইকার্দি জুটি নিয়েও কাজ করে যাচ্ছি।”

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। পঞ্চম দলটিকে খেলতে হবে প্লে-অফ। পঞ্চম স্থানে থাকার বাস্তবতা মেনে নিয়ে নিজেদের সামর্থ্যে আস্থা রাখতে হবে বলেও মনে করেন সাম্পাওলি।

“আমাদের অবশ্যই পয়েন্টের খোঁজে থাকতে হবে; ম্যাচে দ্রুত গোল করতে হবে; এর ফলে প্রতিপক্ষ ভিন্ন পরিকল্পনা করতে বাধ্য হবে।”