পেলেকে ছাড়িয়ে গেলেন রোনালেদো

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের তালিকায় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2017, 10:53 AM
Updated : 1 Sept 2017, 10:53 AM

নিজেদের মাঠে বৃহস্পতিবার রাতে ফ্যারো আইল্যান্ডসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। এতে তিন গোল করায় আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল সংখ্যা এখন ১৪৪ ম্যাচে ৭৮ টি। ছাড়িয়ে যান ১৯৫৭ থেকে ১৯৭১ পর্যন্ত ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করা পেলেকে।       

জাতীয় দলের হয়ে পঞ্চম হ্যাটট্রিকে সর্বোচ্চ গোলের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন চারবারের বর্ষসেরা রোনালদো। ইউরোপের খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ৮৪ গোল করা হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস থেকে আর মাত্র ছয় গোল দূরে আছেন এবারের বাছাই পর্বে ১৪ গোল করা এই ফরোয়ার্ড।

১৪৯ ম্যাচে ১০৯ গোল করে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলের তালিকার শীর্ষে আছেন ইরানের আলি দায়েই। ৮৪ ম্যাচ খেলে রোনালদোর থেকে দুই গোল বেশি নিয়ে তিন নম্বরে আছেন জাপানের কুনিশিগে কামামোতো। ১৩৭ ম্যাচে ৭৮ গোল নিয়ে রোনালদোর পাশেই আছেন ইরাকের হুসেইন সাইদ।