মোনাকো থেকে ধারে পিএসজিতে এমবাপে

মোনাকো থেকে এক মৌসুমের জন্য ধারে কিলিয়ান এমবাপেকে নিয়েছে পিএসজি। তবে প্রায় ১৮ কোটি ইউরো ট্রান্সফার ফিতে স্থায়ীভাবে ফরাসি ফরোয়ার্ডকে নিতে পারার সুযোগ রাখা হয়েছে চুক্তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2017, 06:10 PM
Updated : 1 Sept 2017, 09:03 AM

পিএসজি বৃহস্পতিবার তাদের ওযেবসাইটে জানায়, ২০১৮ সালের জুন পর্যন্ত এমবাপে পিএসজিতে খেলবে। তবে ধারের চুক্তির শর্ত অনুযায়ী চাইলে তাকে ২০২২ সালের জুন পর্যন্ত স্থায়ীভাবে চুক্তিবদ্ধ করা যাবে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে উয়েফার ফিন্যান্সিয়া ফেয়ার প্লের নিয়মের মধ্যে থাকার জন্য এখনই পিএসজি এমবাপেকে না কিনে ধারে নিয়েছে। ধারণা করা হচ্ছে, স্থায়ীভাবে এমবাপেকে পিএসজি নিলে তিনি হবেন তার নতুন ক্লাব সতীর্থ নেইমারের পর সবচেয়ে দামি ফুটবলার।

১৮ বছর বয়সী ফ্রান্সের এই খেলোয়াড়কে নিতে রিয়ার মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিও আগ্রহী ছিল।

গত মৌসুমে পিএসজিকে টপকে মোনাকোর লিগ ওয়ান জয়ে বড় অবদান ছিল এমবাপের। দলটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ২৬টি গোল করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও উঠেছিল ক্লাবটি।

চুক্তির পর এমবাপে বলেন, “আমি ইউরোপের সবচেয়ে উচ্চাভিলাষী ক্লাবগুলোর অন্যতম এই ক্লাবের অংশ হতে খুব করে চাইছিলাম।”

গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ফ্রান্সের ৪-০ গোলে জয়ে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন এমবাপে।