তৃতীয় রাউন্ডে শারাপোভা ও ভেনাস

ইউএস ওপেনের নারী এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন ডোপিংয়ের অভিযোগে ১৫ মাসের নিষেধাজ্ঞা থেকে ফেরা মারিয়া শারাপোভা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2017, 03:15 PM
Updated : 31 August 2017, 03:15 PM

দ্বিতীয় রাউন্ডে দুই ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে হাঙ্গেরির তিমেয়া বাবোসকে ৬-৭, ৬-৪, ৬-১ গেমে হারান ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে খেলতে আসা রাশিয়ার এই খেলোয়াড়।

২০০৬ সালে প্রতিযোগিতাটির শিরোপা জয়ী ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় শারাপোভা পরের রাউন্ডে খেলবেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনের সঙ্গে।

সহজ জয় পেয়েছেন ভেনাস উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় ৭-৫, ৬-৪ গেমে হারান ফ্রান্সের ওসিয়ান দোদাঁকে।

অঘটনের শিকার হয়েছেন দুইবার প্রতিযোগিতাটির ফাইনাল খেলা কারোলিন ভজনিয়াৎস্কি। রাশিয়ার একাতারিনা মাকারোভার কাছে ৬-২, ৬-৭, ৬-১ গেমে হারেন পঞ্চম বাছাই ডেনমার্কের এই খেলোয়াড়।

সহজ জয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন স্পেনের গার্বিনে মুগুরুসা। চীনের ইং-ইং দুয়ানকে ৬-৪, ৬-০ গেমে উড়িয়ে দেন তিনি।