আলমেরিয়ার বিপক্ষে অনেকটা সময় পর্যন্ত পিছিয়ে থেকেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল কার্লো আনচেলত্তির দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার চট্টগ্রাম আবাহনীর জয়ের নায়ক অ্যালিসনউডোকা। ৮৫তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এই ডিফেন্ডার।
টানা পাঁচ জয়ের পর গত শুক্রবার আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে গোলশূন্যড্র করেছিল চট্টগ্রাম আবাহনী।
এই জয়ের পর তাদের পয়েন্ট সাত ম্যাচে ১৯। এক ম্যাচ কম খেলা শেখ জামালধানমণ্ডি ক্লাব ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেমুক্তিযোদ্ধা।
দিনের প্রথম ম্যাচে আবাহনী ২-১ গোলে হারিয়েছে আরামবাগকে।
নবীব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের ৩৭তম মিনিটে ব্যবধানদ্বিগুন করেন সাদউদ্দিন। প্রায় ৩৫ গজ দূর থেকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে গোলটি করেনতিনি।
বিরতির আগে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন আরামবাগের বুকোলা।
সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ঢাকা আবাহনী। সমান ম্যাচেআরামবাগের পয়েন্ট ৪।