বের্নাবেউয়ে পিকেকে দুয়ো না দিতে রামোসের আহ্বান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2017 03:01 PM BdST Updated: 29 Aug 2017 03:30 PM BdST
ক্লাব ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সদস্য সের্হিও রামোস ও জেরার্দ পিকে; তবে আন্তর্জাতিক ফুটবলে তারা সতীর্থ। আর তাই সান্তিয়াগো বের্নাবেউয়ে ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের সময় সতীর্থকে দুয়ো না দিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।
আগামী শনিবার রিয়ালের মাঠ বের্নাবেউয়ে রাশিয়া বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি হবে 'জি' গ্রুপের দল দুটি।
বের্নাবেউয়ে স্পেনের হয়ে খেলার সময় পিকেকে প্রায়ই শুনতে হয় রিয়াল সমর্থকদের দুয়ো। এবার সমর্থকদের এমনটা না করার অনুরোধ করেছেন রামোস।
"পিকে অথবা অন্য যেই হোক, আপনাকে অবশ্যই সবসময় খেলোয়াড়দের সম্মান করতে হবে। আমাদের সমর্থন দিতে আমি সমর্থকদের আহ্বান জানাচ্ছি। এটা উত্তেজনাপূর্ণ ও কঠিন একটি ম্যাচ হবে। আমরা ভালো পারফর্ম করতে চাই এবং ভালো একটি ম্যাচ খেলতে চাই।"
বাছাইপর্বে এখন পর্যন্ত ছয়টি করে ম্যাচ খেলে স্পেন ও ইতালির পয়েন্ট সমান ১৬। গোল ব্যবধানে শীর্ষে আছে ২০১০ বিশ্বকাপ জয়ীরা।
ম্যাচটি দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছেন স্পেনের হয়ে সবচেয়ে বেশি ৫৯টি গোল করা দাভিদ ভিয়া। ইউরো ও বিশ্বকাপ জেতা ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় বলেছিলেন।
নিউ ইয়র্ক সিটির হয়ে এ মৌসুমে ১৯টি গোল করা সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ডের জাতীয় দলে ডাক পাওয়ায় অনেকের মতো বিস্মিত রামোসও। তবে তার বিশ্বাস, সর্বোচ্চ পর্যায়ে এখনও দারুণ কিছু করার সামর্থ্য আছে ভিয়ার।
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন