রিয়ালে বেল গুরুত্বপূর্ণ খেলোয়াড়: জিদান

ঘরের মাঠে আবারও গ্যারেথ বেলকে উদ্দেশ করে দুয়ো দিয়েছে সমর্থকরা। তবে দলে তার গুরুত্ব এতটুকু কমেনি বলে মনে করেন জিনেদিন জিদান। তার মতে, ওয়েলসের এই ফরোয়ার্ড এখনও রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2017, 10:20 AM
Updated : 28 August 2017, 10:36 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে লা লিগায় ভালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল। জোড়া গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এক পয়েন্ট প্রাপ্তিতে বড় অবদান রাখেন মার্কো আসেনসিও।

ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি বেল। এক পর্যায়ে তাকে তুলে নেন কোচ। আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় কিছু সমর্থক তাকে দুয়ো দেয়। অবশ্য সমর্থকদের এমন আচরণ নিয়ে ভাবতে রাজি নন জিদান।

"সে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গ্যারেথ গ্যারেথই। আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং অন্য খেলোয়াড়দের মতোই আমরা গ্যারেথের উপর নির্ভর করি।"

"গ্যারেথের অবস্থা ভালো। তার গোল করার সুযোগ ছিল; কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারেনি সে। আমরা এগুলো নিয়ে কাজ করা চালিয়ে যাব। আমি আমার খেলোয়াড়দের সমালোচনা করতে পারি না।"