ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে তৃতীয় বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 03:22 PM
Updated : 27 August 2017, 04:07 PM

রাজা শেখ ও মেরাজ মোল্লা দুটি করে গোল করেন। বাকি চার গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আকাশ, ইয়াসিন আরাফাত ও আরিফ হোসেন।

নেপালের এএনএফএ কমপ্লেক্সে রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের অষ্টাদশ মিনিটে ফাহিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর রাজা ব্যবধান দ্বিগুণ করার পর ২৯তম মিনিটে মেরাজ স্কোরলাইন ৩-০ করেন।

দ্বিতীয়ার্ধে ভুটানের জালে আরও পাঁচ গোল করে বাংলাদেশ।

নেপালকে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেমি-ফাইনালে নেপালের কাছে ৪-২ গোলে হেরে মুকুট ধরে রাখার স্বপ্ন ভাঙে বাংলাদেশের।

ফয়সালের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‍শিরোপা ধরে রাখার অভিযান শুরু করা বাংলাদেশ ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল।

চার ম্যাচে সাত গোল করা বাংলাদেশের ফয়সাল হয়েছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়।