দিবালার ‘সৌভাগ্যের’ ১০ নম্বর জার্সি

ইউভেন্তুসে ১০ নম্বর জার্সি পরার দায়িত্বটা উপভোগ করছেন পাওলো দিবালা। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড জানিয়েছেন, জার্সিটি তার জন্য সৌভাগ্য বয়ে আনছে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 09:46 AM
Updated : 27 August 2017, 10:00 AM

শনিবার রাতে জেনোয়ার মাঠে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে ইউভেন্তুস। হ্যাটট্রিক করে দলের জয়ে বড় অবদান রাখেন দিবালা।

চলতি মৌসুমে দুই ম্যাচে চারটি গোল পেলেন দিবালা।

গত বছর পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার পর থেকে জার্সিটি কাউকে দেয়নি ইউভেন্তুস। ২০১৫ সালে পালেরমো থেকে আসার পর থেকে দলের অর্জনে অসাধারণ অবদান রাখা দিবালাকে এ মৌসুমের শুরুতে জার্সিটি দেয় তারা। গত বছর তার জার্সি নম্বর ছিল ২১।

এই জার্সিতেই সৌভাগ্য দেখছেন ২৩ বছর বয়সী দিবালা, “ব্যক্তিগতভাবে, এই মৌসুমে আমি যা করছি তাতে আমি ভীষণ খুশি। আমি জানতাম, ইউভেন্তুসে ১০ নম্বর জার্সি পরা কঠিন একটি চ্যালেঞ্জ হবে। কিন্তু এখন পর্যন্ত এটা আমার জন্য সৌভাগ্য বয়ে আনছে।”

গত মৌসুমে জেনোয়ার মাঠে ৩-১ গোলে হেরেছিল ইউভেন্তুস। ওই পরাজয় থেকে অনুপ্রেরণার খুঁজে নেওয়ার কথা জানালেন দিবালা।

“আমি খুব খুশি। কারণ আমরা জানতাম, এটা কঠিন একটি ম্যাচ হবে। আমরা কিছুটা ধীরে শুরু করি এবং দ্রুত গোল খেয়ে বসি। তবে চিত্র পাল্টে দিতে আমরা ভালো খেলেছি।”