দুই বিদেশির গোলে শেখ জামালের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2017 09:27 PM BdST Updated: 26 Aug 2017 09:27 PM BdST
দুই বিদেশি ফরোয়ার্ড সলোমন কিং ও মোমোদু বাহর গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার শেখ জামালের জয়টি ২-১ গোলের। ১৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে জোসেফ আফুসির দল। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী।
সলোমনের দারুণ গোলে ১৯তম মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। কর্নার থেকে উড়ে আসা বলে এনামুল হক হেড করার পর অনেকটা লাফিয়ে উঠে সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।
গোলরক্ষকের নাহিদ উদ্দিন লালুর ভুলে ৩৬তম মিনিটে আরও পিছিয়ে পড়ে মুক্তিযোদ্ধা। এনামুলের উঁচু করে বাড়ানো বল ড্রপ খেয়ে নাহিদের গ্লাভস ছুঁয়ে বেরিয়ে যায়। মোমোদু বাই লাইন থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন।
৬৬তম মিনিট ম্যাচে ফেরে মুক্তিযোদ্ধা। ডান দিক থেকে শফিকুল ইসলাম বিপুলের বাড়ানো বল দিদারুল আলম বিপদমুক্ত করতে পারেননি। নিখুঁত শটে সুযোগটা কাজে লাগান সৈকত মাহমুদ মুন্না।
৮১তম মিনিটে সলোমনের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট লালুকে ফাঁকি দিলেও ক্রসবারে লেগে ফেরে।
ছয় ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধার পয়েন্ট ৬।
শনিবার প্রথম ম্যাচে এম্বের আর্লে ভালেন্সিয়ার হ্যাটট্রিকে ৫-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব।
-
ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
-
বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
-
ফেদেরারের ‘র্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
-
টিভিতে আজ
-
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
-
বিশ্বকাপ বাছাইয়ে ‘হোম ম্যাচই’ থাকছে না বাংলাদেশের!
-
ফয়সালের দারুণ গোলে ব্রাদার্সের প্রথম জয়
-
আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি