জুয়েল-ভালেন্সিয়ার নৈপুণ্যে সাইফ স্পোর্টিংয়ের জয়

এম্বের আর্লে ভালেন্সিয়া করলেন লিগের প্রথম হ্যাটট্রিক। প্রথম গোল পেলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। চারটি গোলে অবদান রেখে নেপথ্যের নায়ক হয়ে থাকলেন জুয়েল রানা! এই ত্রয়ীর নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দাপুটে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2017, 01:24 PM
Updated : 26 August 2017, 02:01 PM

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শনিবার সন্ধ্যায় নবাগত দল সাইফ স্পোর্টিংয়ের জয়টি ৫-০ গোলের। চলতি লিগে এটি এখন পর্যন্ত কোনো দলের সর্বোচ্চ ব্যবধানের জয়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত সাইফ স্পোর্টিং। ডি-বক্সের ভেতরে সুবিধাজনক জায়গায় বল পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ ভালেন্সিয়া।

জুয়েল-ভালেন্সিয়ার মিলিত প্রচেষ্টায় প্রথমার্ধের শেষ দিকে কাঙ্ক্ষিত গোল পায় সাইফ স্পোর্টিং। বাঁ দিক দিয়ে আক্রমণে ঢোকা ভালেন্সিয়ার কাট ব্যাক নিয়ন্ত্রণে নিলেও শট নেওয়ার সুযোগ পাননি জুয়েল। তবে বল ধরে রেখে জুয়েলের ফিরতি কাট ব্যাকে গোলমুখে থাকা ভালেন্সিয়া আলতো টোকায় লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে জুয়েল-ভালেন্সিয়ার জুটিই ব্যবধান দ্বিগুণ করেন। মাঝ মাঠ থেকে হেমন্তের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে ঢোকা জুয়েলের ক্রস প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ভালেন্সিয়া।

৫৩তম মিনিটে আবারও গোলের নেপথ্যের নায়ক জুয়েল। জাতীয় দলের এই ফরোয়ার্ডের বাড়ানো বল ডি-বক্সের ভেতর থেকে হেমন্তের জোরালো শট ঠিকানা খুঁজে পায়।

৬৫তম মিনিটে জুয়েলের বাড়ানো বল ধরে কলম্বিয়ান ফরোয়ার্ড চলতি লিগে প্রথম হ্যাটট্রিক করার আনন্দে ডানা মেলেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দারুণ হেডে জয়ের ব্যবধান আরও বাড়ান কলম্বিয়ার আরেক খেলোয়াড় দেইনার আন্দেস লরদাবা।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাইফ স্পোর্টিং। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট ব্রাদার্সের।

১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম আবাহনী।