অবসর ভেঙে জাতীয় দলে দাভিদ ভিয়া

বয়স ৩৫। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার পর পেরিয়ে গেছে তিনটি বছর। তবে ক্লাব ফুটবলে দারুণ ছন্দে আছেন দাভিদ ভিয়া। তারই ফলশ্রুতিতে জাতীয় দলে ডাক পেয়েছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2017, 02:31 PM
Updated : 25 August 2017, 02:31 PM

আগামী মাসের প্রথম সপ্তাহে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ভিয়াকে নিয়ে দল ঘোষণা করেছেন কোচ হুলেন লোপেতেগি।

দেশের হয়ে রেকর্ড ৫৯টি গোল করা ভিয়া ২০১৪ বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন। ব্রাজিলে হওয়া ওই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিজের শেষ ম্যাচেও গোল করেছিলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ওই টুর্নামেন্টে খেলতে গিয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে তারা।

২০১৫ সালে মেজর লিগ সকারের দল নিউ ইয়র্ক সিটিতে যোগ দেন ভিয়া। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ২৩ ম্যাচ খেলে ১৯ গোল করে কোচ লোপেতেগির নজর কেড়েছেন তিনি।

ভিয়াকে নেওয়া প্রসঙ্গে লোপেতেগি বলেন, “আমাদের বিশ্বাস, ভিয়াকে দলে নেওয়ার প্রয়োজন আছে এবং এটা সঠিক সিদ্ধান্ত। আক্রমণভাগে সে আমাদের অতিরিক্ত গতি দিবে...আমরা আশা করি ও বিশ্বাস করি, সে আমাদের সাহায্য করবে।”

আগামী ২ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে ঘরের মাঠে খেলবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। তিন দিন পর লিখটেনস্টাইনের মাঠে খেলবে ২০০৮ ও ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়নরা।

রাশিয়া বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

স্পেন দল:

গোলরক্ষক: কেপা আরিসাবালাগা, দাভিদ দে হেয়া, পেপে রেইনা

ডিফেন্ডার: জর্দি আলবা, সিজার আসপিলিকুয়েতা, মার্ক বার্ত্রা, দানি কারভাহাল, নাচো ফের্নান্দেস, জেরার্দ পিকে, সের্হিও রামোস

মিডফিল্ডার: ইসকো, তিয়াগো আলকান্তারা, সের্হিও বুসকেতস, সুসো, দাভিদ সিলভা, আন্দ্রেস ইনিয়েস্তা, সাউল, কোকে

ফরোয়ার্ড: মার্কো আসেনসিও, ইয়াগো আসপাস, জেরার্দ দেউলেফেউ, ভিতোলো, আলভারো মোরাতা, পেদ্রো, দাভিদ ভিয়া