ক্রসবারের বাধায় চট্টগ্রাম আবাহনী-আরামবাগ ড্র

গোলপোস্ট পথ আগলে দাঁড়াল দুই দলেরই। চট্টগ্রাম আবাহনীর দুটি, আরামবাগ ক্রীড়া সংঘের একটি-সব মিলিয়ে তিনবার বল লাগল ক্রসবারে। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2017, 01:06 PM
Updated : 25 August 2017, 01:06 PM

টানা পাঁচ জয়ের পর এই প্রথম পয়েন্ট খোয়ানো চট্টগ্রাম আবাহনী ১৬ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষেই আছে তারা। আরামবাগের পয়েন্ট ৪।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৪তম মিনিটে বাঁ দিকের ডি-বক্সের কোণা থেকে জাহিদ হোসেনের শট আরামবাগের ক্রসবারে লেগে ফিরে। এরপর মামুনুল ইসলামের ডি-বক্সের ভেতর থেকে নেওয়া শট লক্ষ্যভ্রষ্টহয়।

৫৩তম মিনিটে ডান দিক থেকে হাবিবুর রহমানের ফ্রি কিক ফিস্ট করে ফেরান চট্টগ্রাম আবাহনীর আশরাফুল ইসলাম রানা।

৭৬তম মিনিটে জুয়েলের বাড়ানো বলে এলামলি বুকোলার হেড শেষ মুহূর্তে পা দিয়ে ফিরিয়ে আবারও চট্টগ্রামের দলটির ত্রাতা রানা। একটু পর বুকোলার ক্রসে বদলি নামা সুমন আলির হেড ক্রসবার ফেরালে আরামবাগের হতাশা আরও বাড়ে।

শেষ দিকে গোলের জন্য মরিয়া চট্টগ্রামের পথ আবারও দুর্ভাগ্যের শিকার। ডি-বক্সের ভেতর থেকে জাহিদের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লাগে।