বার্সার গ্রুপে ইউভেন্তুস, রিয়ালের সঙ্গে ডর্টমুন্ড

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার গ্রুপে পড়ছে গতবারের ফাইনালে ওঠা ইউভেন্তুস। আর বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের গ্রুপ প্রতিপক্ষ জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 05:02 PM
Updated : 24 August 2017, 06:03 PM

ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুসেরর কাছে দুই লেগ মিলে ৩-০ গোলে হেরে গত মৌসুমে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। এবার লড়াইটা হবে গ্রুপ পর্বেই। তাদের ‘ডি’ গ্রুপের অন্য দুই দল গ্রিসের অলিম্পিয়াকোস ও পর্তুগালের স্পোর্তিং।
 
লা লিগা চ্যাম্পিয়ন রিয়ালের ‘এইচ’ গ্রুপে ডর্টমুন্ড ছাড়া অন্য দুই দল ইংল্যান্ডের টটেনহ্যাম ও সাইপ্রাসের আপোয়েল। রেকর্ড টানা তৃতীয় শিরোপা জয়ের জন্য নামবে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটি।
 
‘বি’ গ্রুপে একসঙ্গে পড়েছে বড় দুই দল জার্মান চ্যাম্পিয়ন বার্য়ান মিউনিখ ও ফ্রান্সের পিএসজি। সঙ্গী তাদের বেলজিয়ামের আন্ডারলেখট ও স্কটল্যান্ডের সেল্টিক।
 
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি, স্পেনের আতলেতিকো মাদ্রিদ, ইতালির রোমাকে নিয়ে শক্তিশালী ‘সি’ গ্রুপের অন্য দলটি আজারবাইজানের কারাবাহ।
 
বাকি তিন ইংলিশ ক্লাব অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে। ইউরোপা লিগ জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড ‘এ’ গ্রুপে পেয়েছে পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা, সুইজারল্যান্ডের বাসেল ও রাশিয়ার সিএসকেএ মস্কোকে।
 
লিভারপুলের সঙ্গে ‘ই’ গ্রুপে আছে রাশিয়ার চ্যাম্পিয়ন স্পার্তাক মস্কো, স্পেনের সেভিয়া ও স্লোভেনিয়ার ক্লাব মারিবোর।
 
ইংলিশ আরেক দল ম্যানচেস্টার সিটির ‘এফ’ গ্রুপে প্রতিপক্ষ ইউক্রেনের চ্যাম্পিয়ন শাখতার দোনেৎস্ক, ইতালির নাপোলি ও নেদারল্যান্ডসের ফেইনুর্ড।
 
‘জি’ গ্রুপে ফরাসি চ্যাম্পিয়ন মোনাকো পেয়েছে পর্তুগালের পোর্তো, তুরস্কের বেসিকতাস ও জার্মানির লাইপজিগকে।
 
গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে।
 
চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ:
 
গ্রুপ ‘এ’: বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড, বাসেল, সিএসকেএ মস্কো
গ্রুপ ‘বি’: বায়ার্ন মিউনিখ, পিএসজি, অ্যান্ডারলেখট, সেল্টিক
গ্রুপ ‘সি’: চেলসি, আতলেতিকো মাদ্রিদ, রোমা, কারাবাহ
গ্রুপ ‘ডি’: ইউভেন্তুস, বার্সেলোনা, অলিম্পিয়াকোস, স্পোর্তিং
গ্রুপ ‘ই’: স্পার্তাক মস্কো, সেভিয়া, লিভারপুল, মারিবোর    
গ্রুপ ‘এফ’: শাখতার দোনেৎস্ক, ম্যানচেস্টার সিটি, নাপোলি, ফেইনুর্ড
গ্রুপ ‘জি’: মোনাকো, পোর্তো, বেসিকতাস, লাইপজিগ
গ্রুপ ‘এইচ’: রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, টটেনহ্যাম, আপোয়েল