রোনালদোর সামর্থ্যে মুগ্ধ জিদান

ক্রিস্তিয়ানো রোনালদোর সামর্থ্যের প্রশংসায় বরাবরই পঞ্চমুখ জিনেদিন জিদান। ফিওরেন্তিনার বিপক্ষে প্রিয় শিষ্যের আলো ঝলমলে পারফরম্যান্সের পর রিয়াল মাদ্রিদ কোচ আবারও মনে করিয়ে দিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ডের সামর্থ্যের কথা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 07:03 AM
Updated : 24 August 2017, 07:03 AM

ফিওরেন্তিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে রিয়ালের সান্তিয়াগো বের্নাবেউ ট্রফি জেতা ম্যাচে রোনালদো সতীর্থকে দিয়ে গোল করানোর পর নিজেও লক্ষ্যভেদ করেন।

পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে রোনালদো লা লিগায় ২০ সেপ্টেম্বরের আগে খেলতে পারবেন না। এর বিরুদ্ধে আপিল করলেও সর্বশেষ স্পেনের ক্রীড়া আদালত তা খারিজ করে দেয়।

আপিল খারিজ হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, তাকে দমানো যাবে না। ফিরবেন আরও শক্তিশালী হয়ে। ফিওরেন্তিনার বিপক্ষে যেন সেই ঝলকই দেখালেন। পেলেন কোচের প্রশংসাও।

“মানুষটার সামর্থ্য এমনই। তাকে এখানে পেয়ে আমরা খুশি। (ফিওরেন্তিনার বিপক্ষে) আমরা সুশৃঙ্খল ফুটবল খেলেছি এবং শুরুটাও ভালো করেছিলাম।”

“যেটা চেয়েছিলাম, সেটা আমরা পেয়েছি; সান্তিয়াগো বের্নাবেউ ট্রফি এখানেই থাকবে এবং আমরাও আনন্দচিত্তে ঘরে ফিরব।”

পরিকল্পনা অনুযায়ী রোনালদোকে পুরো সময় খেলাতে পেরে খুশি জিদান। রোববারে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরুর কথাও মাদ্রিদ টিভিকে জানান তিনি।

“এখন আমাদের বিশ্রাম নিতে হবে এবং কাল আমরা লা লিগায় ভালন্সিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবতে শুরু করব।”