৫ গোলের রোমাঞ্চে হারল মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2017 09:29 PM BdST Updated: 22 Aug 2017 09:29 PM BdST
দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি।
টানা চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী। চতুর্থ হারের স্বাদ পাওয়া মোহামেডানের সঞ্চয় ৩ পয়েন্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আক্রমণ, পাল্টা আক্রমণের রোমাঞ্চে ঠাসা প্রথমার্ধে দ্বাদশ মিনিটে গোল পায় মোহামেডান। ডান দিক থেকে কিংসলে চিগোজির বাড়ানো ক্রসে তকলিস আহমেদের ভলি ঠিকানা খুঁজে পায়। লিগে তকলিসের এটি দ্বিতীয় গোল।
২২তম মিনিটে সমতায় ফেরে সাইফ স্পোর্টিং। ডান দিক থেকে মতিন মিয়ার বাড়ানো ক্রসে জুয়েল রানার জোরালো হেড জালে জড়ায়। চলতি লিগে তিন ম্যাচ পর দ্বিতীয় গোলের দেখা পেলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

ছয় মিনিট পর সমতায় ফেরে ম্যাচ। মোহাম্মদ শাকিলের কর্নারে কলম্বিয়ান মিডফিল্ডার দিনার আনদেস লরদাবা এসকারপেতার হেডে পরাস্ত হন রাসেল মাহমুদ লিটন। একটু পর এম্বের আর্লে ভালেন্সিয়ার হেড ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি সাইফ স্পোর্টিংয়ের।
প্রথমার্ধের যোগ করা সময়ে রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে মোহামেডান। মতিনের বাড়ানো বল ধরে ডিফেন্ডারদের চোখের সামনে থেকে লক্ষ্যভেদ করেন ভালেন্সিয়া।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়া মোহামেডান শেষ পর্যন্ত চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে।
মঙ্গলবারের প্রথম ম্যাচে অগাস্টিন ওয়ালসনের গোলে ১-০ ব্যবধানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারায় ব্রাদার্স ইউনিয়ন।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও