অবশেষে ব্রাদার্সের জয়

নতুন কোচ নিকোলাস ভিতোরোভিচের হাত ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 01:16 PM
Updated : 22 August 2017, 01:16 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার অগাস্টিন ওয়ালসনের একমাত্র গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারায় ব্রাদার্স।

মায়ের অসুস্থতার কারণে জিওভান্নি স্কানু চলে যাওয়ার পর ব্রাদার্সের দায়িত্বে ছিলেন আরিফুর রহমান পান্নু। কদিন আগে ভিতোরিভিচের হাতে দলের ভার দেয় ক্লাবটি। প্রথম ম্যাচেই জয় দেখলেন সার্বিয়ান এই কোচ।

গোলশূন্য প্রথমার্ধের যোগ করা সময়ে ভালো একটি সুযোগ নষ্ট হয় ব্রাদার্সের। বাঁ দিক দিয়ে আক্রমণে ঢোকা সিও জুনাপিওকে রুখতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক উত্তম বড়ুয়া। পরিস্থিতি বুঝে জুনাপিও বল বাড়ান মোহাম্মদ মেজবাহকে। কিন্তু এই মিডফিল্ডারের দুর্বল শট পোস্টে ফিরে গিয়ে আটকান উত্তম।

৬১তম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় এগিয়ে যাওয়া হয়নি মুক্তিযোদ্ধার। সতীর্থের ফ্রি কিকে দূরের পোস্টে থাকা মিশরের ফরোয়ার্ড জাকি সারহানের হেড ফেরান আব্দুল কাদের।

ওয়ালসনের গোলে ৭২তম মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। মাঝ মাঠ থেকে মোহাম্মদ রনির থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেওয়ার পর আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন হাইতির এই ফরোয়ার্ড।

৫ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৫। তৃতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধার পয়েন্ট ৬।