চেলসির জয়ে নায়ক ডিফেন্ডার আলনসো

দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়ন চেলসি। মার্কোস আলনসোর জোড়া গোল গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পারকে ২-১ ব্যবধানে হারিয়েছে আন্তোনিও কোন্তের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 05:28 PM
Updated : 20 August 2017, 05:29 PM

ওয়েম্বলিতে রোববার শুরুতেই এগিয়ে যেতে পারতো চেলসি। প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পাওয়া আলভারো মোরাতা পেয়েছিলেন উপলক্ষ্য রাঙানোর সুবর্ণ সুযোগ। ষষ্ঠ মিনিটে গোল করার মতো জায়গায় থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি স্প্যানিশ এই স্ট্রাইকার।

আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠা ম্যাচে ২৪তম মিনিটে চেলসিকে এগিয়ে নেন আলনসো। স্প্যানিশ ডিফেন্ডারের বাঁ পায়ের ফ্রি-কিক ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক উগো লরিস।

একের পর এক সুযোগ তৈরি করা টটেনহ্যাম ৪২তম মিনিটে একটুর জন্য সমতা ফেরাতে পারেনি। হ্যারি কেইনের শট গোলরক্ষক থিবো করতোয়াকে পরাস্ত করলেও মাঠে ফিরে বারে লেগে।

দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসিকে সামাল দিতে হয় টটেনহ্যামের আক্রমণের ঝাপটা। নিজেদের একটু গুছিয়ে নিয়ে প্রতি আক্রমণে যায় দলটি। ৭৩তম মিনিটে উইলিয়ানের বুলেট গতির শট বারে লাগলে হাতছাড়া হয় দারুণ একটি সুযোগ।

৮২তম মিনিটে আত্মঘাতী গোলে ফিরে সমতা। ক্রিস্তিয়ান এরিকসেনের ফ্রি-কিক হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন মাত্রই বদলি নামা মিচি বাতশুয়াই।

৮৮তম মিনিটে পেদ্রোর কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে চেলসিকে আবার এগিয়ে নেন আলনসো। গোলরক্ষক লরিস গায়ের নিচ দিয়ে যাওয়া বল ঠেকাতে পারেননি। পারেননি এবারের আসরে দলের প্রথম পরাজয়ও ঠেকাতে।

দিনের অন্য ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে হাডার্সফিল্ড। এটি নবাগত দলটির টানা দ্বিতীয় জয়।