ম্যানইউয়ের আরেকটি দুর্দান্ত জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2017 07:48 PM BdST Updated: 19 Aug 2017 10:18 PM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরুর পর টানা দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
Related Stories
পল পগবা ও হেনরিখ মিখিতারিয়ানের নৈপুণ্যে সোয়ানসি সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি।
শনিবার প্রথমার্ধের শেষ দিকে এরিক বেইলির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে লক্ষ্যভেদ করেন রোমেলু লুকাকু, পগবা ও অঁতনি মার্সিয়াল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। কিন্তু হুয়ান মাতার ফ্রি-কিকে ফিল জোন্সের হেড ক্রসবারে লাগে।
৪৫তম মিনিটে পগবার জোরালো হেড পোল্যান্ডের গোলরক্ষক ফাবিয়ান্সকি ঠেকানোর পর বল ক্রসবারে লাগে। ফিরতি বল হেডে জালে ঠেলে দেন কোত দি ভোয়ার ডিফেন্ডার বেইলি।
৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। ম্যাচ সেরা খেলোয়াড় মিখিতারিয়ানের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ঠাণ্ডা মাথায় শটে জালে পাঠান তিনি। ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেছিলেন এ মৌসুমেই এভারটন থেকে আসা বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

ওয়েস্ট হ্যামের বিপক্ষেও এই দুই ফরাসি খেলোয়াড় একটি করে গোল করেছিলেন।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’