বায়ার্নের জয়ে থাকল প্রযুক্তির ছোঁয়াও

বুন্ডেসলিগায় প্রথম দিনেই কাজে এসেছে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। বায়ার লেভারকুজেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৩-১ গোলের জয়ে পেনাল্টির একটি সিদ্ধান্ত নিতে রেফারি ব্যবহার করেছেন এই পদ্ধতি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 07:59 AM
Updated : 19 August 2017, 07:59 AM

আলিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে রবের্ত লেভানদোভস্কি ফাউলের শিকার হয়েছিলেন কিনা, তা নিয়ে রেফারি নিশ্চিত ছিলেন না। পরে ভিএআর প্রযুক্তি ব্যবহার করে তিনি নিশ্চিত হন। পেনাল্টি পায় বায়ার্ন।

পোলিশ ফরোয়ার্ড লেভানদোভস্কি স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৩-০ করেন। পরে লেভারকুজেন একটি গোল শোধ করে।

টানা ষষ্ঠ লিগ শিরোপা জয়ের মিশনে নামা বায়ার্ন নবম মিনিটে নিকলাস জুলার হেডে এগিয়ে যায়। এরপর কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান্সের মিডফিল্ডার কোরোঁতাঁ তোলিসো।