অবশেষে আরামবাগের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2017 09:23 PM BdST Updated: 18 Aug 2017 09:23 PM BdST
-
ফাইল ছবি
টানা তিন হারের পর জয় পেল আরামবাগ ক্রীড়া সংঘ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আরামবাগ। ডান দিক দিয়ে আক্রমণে ঢোকা এলামলি বুকোলার শট গোলরক্ষক ফিস্ট করার পর সামনে থাকা অধিনায়ক আশরাফুল করিমের মুখে লেগে জালে জড়ায়।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় আরামবাগ। ডান দিক দিয়ে শাহরিয়ার বাপ্পীর বাড়নো ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ড বুকোলা প্লেসিং শটে আব্দুল কাদেরকে পরাস্ত করেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরার ভালো সুযোগ নষ্ট করেন অগাস্টিন ওয়ালসন। ডি বক্সের মধ্যে বল পেয়ে আগুয়ান গোলরক্ষককে কাটানোর পর হাইতির এই ফরোয়ার্ডের দুর্বল শট ডিফেন্ডারা ফেরান।
দ্বিতীয়ার্ধের শুরুতে করিমের গোললাইন সেভে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ হারায় আরামবাগ। যোগ করা সময়ে সিও জুনাপিওর গোলে ব্যবধান কমায় আরামবাগ। বাঁ দিক থেকে কঙ্গোর এই ফরোয়ার্ডের কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।
চার ম্যাচে প্রথম জয়ে ৩ পয়েন্ট আরামবাগের। দুই হারের স্বাদ পাওয়া ব্রাদার্সের পয়েন্ট ২।
শুক্রবার প্রথম ম্যাচে এম্বের আর্লে ভালেন্সিয়া ও মতিন মিয়ার গোলে ২-০ ব্যবধানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ