সামার ওপেন ব্যাডমিন্টনে ‍নতুন খেলোয়াড়ের খোঁজ

পুরুষ ও মহিলা মিলিয়ে সামার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলবে তিনশ খেলোয়াড়। এবারের আসর থেকে খেলোয়াড় বাছাই করার পরিকল্পনা ব্যাডমিন্টন ফেডারেশনের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 06:37 PM
Updated : 17 August 2017, 06:37 PM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার নতুন খেলোয়াড় বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান।

“মাত্র দশ দিন আগেও আমরা একটা টুর্নামেন্ট করেছি। এবার করতে যাচ্ছি সামার ওপেন। জুনিয়র, সাব-জুনিয়র ও সিনিয়র পর্যায়ের প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করা এবং তাদের বিদেশি কোচের অধীনে রেখে অনুশীলন করানোর পরিকল্পনা রয়েছে আমাদের।”

টুর্নামেন্ট কমিটির সম্পাদক এসএম সায়েমুল হক রাসেল জানান, মিরপুরের ক্রীড়া পল্লী, এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদের পুরান ভবন) ও ক্রীড়া কমপ্লেক্সে শাটলারদের থাকার ব্যবস্থা করা হবে।

মিশ্র দ্বৈত ইভেন্ট হচ্ছে না এবারও। ছেলে ও মেয়েদের সিঙ্গেল ও ডাবল মিলিয়ে চারটি ইভেন্টে খেলা হবে। ১ লাখ ২০ হাজার টাকার প্রাইজমানির এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ইনডেক্স গ্রুপ।