বর্ষসেরা কোচের লড়াইয়ে জিদান, লুভ, এনরিকে

ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ে প্রত্যাশিতভাবেই আছেন রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 02:32 PM
Updated : 22 Sept 2017, 09:58 AM

এ বছর রিয়ালকে মোট চারটি শিরোপা জিতিয়েছেন ফরাসি এই কোচ। এ মাসের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতার পর বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তোলে জিদানের দল।

গত জানুয়ারিতেও ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ এর প্রথম সংস্করণে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জিদান। সেবার পুরস্কারটি জিতেন লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করানো ক্লাওদিও রানিয়েরি।

জুন-জুলাইয়ে ফিফা কনফেডারেশন্স কাপে জার্মানিকে শিরোপা জেতানো ইওয়াখিম লুভেরও ভালো সম্ভাবনা আছে।

বার্সেলোনার হয়ে শেষ মৌসুমটা ভালো না কাটলেও দলকে কোপা দেল রে জেতানো লুইস এনরিকে জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।

চেলসির দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলটিকে প্রিমিয়ার লিগ জেতানো আন্তোনিও কোন্তে এবং মোনাকোকে লিগ ওয়ান চ্যাম্পিয়ন করানো লিওনার্দো জারদিনও আছেন দৌড়ে।

আগামী সেপ্টেম্বরে তালিকা তিন জনে নামিয়ে আনবে ফিফা। আর ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

জাতীয় দলের কোচ, অধিনায়ক ও প্রতিটি দেশের একজন করে সাংবাদিক এবং ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বিজয়ী নির্বাচন করা হবে।

১২ জনের সংক্ষিপ্ত তালিকা:

মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি

ইউভেন্তুস

কার্লো আনচেলত্তি

বায়ার্ন মিউনিখ

আন্তানিও কোন্তে

চেলসি

লুইস এনরিকে

বার্সেলোনা

পেপ গুয়ার্দিওলা

ম্যানচেস্টার সিটি

লিওনার্দো জারদিন

মোনাকো

ইওয়াখিম লুভ

জার্মানি

জোসে মরিনিয়ো

ম্যানচেস্টার ইউনাইটেড

মাওরিসিও পচেত্তিনো

টটেনহ্যাম হটস্পার

দিয়েগো সিমেওনে

আতলেতিকো মাদ্রিদ

তিতে

ব্রাজিল

জিনেদিন জিদান

রিয়াল মাদ্রিদ