‘অসাধারণ’ রিয়ালের প্রশংসায় জিদান

আরও একটি শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের প্রশংসায় পঞ্চমুখ কোচ জিনেদিন জিদান। বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফিরতি ম্যাচের প্রথমার্ধে দলের ‘অসাধারণ’ পারফর‌ম্যান্স খুব মনে ধরেছে ফরাসি এই কোচের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 08:36 AM
Updated : 17 August 2017, 01:25 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে জিদানের দল।

মার্কো আসেনসিও ও করিম বেনজেমার গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চলতি মাসেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতা জিদানের দল।

দলের এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সে উচ্ছ্বসিত রিয়ালের কোচ।

“মৌসুমের শুরুর জন্য আমাদের প্রস্তুত হতে হতো। শেষ পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ দলের বিপক্ষে আমরা দুটি শিরোপা পেয়েছি।”

“প্রথমার্ধে তীব্রতা, চাপ ও বল ধরে রাখায় অসাধারণ ছিলাম আমরা। দ্বিতীয়ার্ধে কিছুটা ভুগেছি। কারণ, বার্সা আমাদের আক্রমণ করেছে।”

দুই লেগের বার্সেলোনাকে দাপটের সঙ্গে হারালেও নতুন মৌসুমে দল দুটির ব্যবধান খুব বেশি হবে না বলে মনে করেন ২০১৬ সালে দায়িত্বে এসে রিয়ালকে সাতটি শিরোপা জেতানো জিদান।

“এটা কঠিন একটা মৌসুম হতে যাচ্ছে”