রোনালদোর শাস্তি কমাতে রিয়ালের আপিল খারিজ

ক্রিস্তিয়ানো রোনালদোর পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের আপিল খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফলে স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে পর্তুগিজ ফরোয়ার্ডের খেলার ক্ষীণ সম্ভাবনাও শেষ হয়ে গেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 03:07 PM
Updated : 16 August 2017, 03:59 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার বাংলাদেশ সময় রাত তিনটায় চির প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে প্রথম লেগে ৩-১ গোলে জয় নিয়ে এগিয়ে থাকা রিয়াল।

কাম্প নউয়ে রোববার প্রথম লেগে গোল করে জামা খুলে উদযাপন এবং ডি-বক্সে ডাইভের অভিযোগে দুই হলুদ কার্ডে বহিষ্কার হয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান রোনালদো। আর লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কা মারার অপরাধে নিষিদ্ধ হন আরও চার ম্যাচ।

বুধবার মধ্যাহ্নভোজের সময় লা লিগার আপিল কমিটির কাছে রোনালদোর পক্ষে যুক্তি তুলে ধরে রিয়াল। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাদ্রিদের ক্লাবটির আপিল প্রত্যাখ্যাত হয়েছে।

অবশ্য বাকি চার ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর প্রত্যাশায় লা লিগা চ্যাম্পিয়নরা বিষয়টি এখন স্প্যানিশ সরকারের ক্রীড়া বিষয়ক আদালতে নিতে পারে।

২০০৯ সালে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসার পর থেকে আট বছরে এই নিয়ে ষষ্ঠবার লাল কার্ড দেখলেন রোনালদো। এর আগে প্রতিবারই যতদূর সম্ভব নিষেধাজ্ঞা এড়াতে চেষ্টা করেছিল রিয়াল কর্তৃপক্ষ।