লিভারপুল দলে নেই বার্সার ‘টার্গেট’ কৌতিনিয়ো

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগের ম্যাচের লিভারপুল দলে নেই বার্সেলোনার ‘টার্গেট’ ফিলিপে কৌতিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 07:35 AM
Updated : 15 August 2017, 08:38 AM

আগামী মঙ্গলবার হফেনহাইমের মাঠে প্রথম লেগ খেলতে নামবে লিভারপুল।

কৌতিনিয়োর জন্য বার্সেলোনার ১০ কোটি ইউরোর প্রস্তাব লিভারপুল ফিরিয়ে দেওয়ার কয়েকদিন পর ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার তাকে ছেড়ে দিতে বলেন।

গত শনিবার প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের সঙ্গে লিভারপুলের ৩-৩ ড্র ম্যাচে পিঠের চোটের কারণে খেলা হয়নি ২৫ বছর বয়সী কৌতিনিয়োর।

কৌতিনিয়োর দলবদল প্রসঙ্গে মুখ খোলেননি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

“কিছুই বদলায়নি। … এ মুহূর্তে তাকে আমরা পাচ্ছি না; আপনারা যদি চান, এটাই মূল ইস্যু। এই মুহূর্তে সে লিভারপুলের হয়ে খেলতে পারে না।… আমাদের জন্য এটা বড় একটা ধাক্কা।”

“কয়েকদিন আগে এই বিষয়টা সম্পর্কে আমরা জেনেছি। তাই তাকে ছাড়াই প্রস্তুতি নিয়েছি, যেমনটা আমরা অ্যাডাম লালানা, ড্যানিয়েল স্টারিজকে ছাড়াও নিয়েছি।”

ফ্রান্সের ক্লাব পিএসজির কাছে নেইমারকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোয় বিক্রির পর বার্সেলোনা কৌতিনিয়োকে নেওয়ার চেষ্টা করছে।

গত জানুয়ারিতে লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেন কৌতিনিয়ো, যাতে কোনো বাই আউট ক্লজ নেই।

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে ২৩ তারিখে খেলবে লিভারপুল। দুই দলের মধ্যে জয়ী দল পাবে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলার টিকেট।