৫ ম্যাচ নিষিদ্ধ রোনালদো

স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-১ গোলে জেতা ম্যাচে বহিষ্কার হওয়া ক্রিস্তিয়ানো রোনালদো পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 01:54 PM
Updated : 14 August 2017, 04:06 PM

রোববার রাতে কাম্প নউয়ে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রিয়ালকে এগিয়ে দেওয়া দুর্দান্ত গোলের পর জামা খুলে উদযাপন করে হলুদ কার্ড দেখেন রোনালদো। দুই মিনিট পরই সামুয়েল উমতিতির সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় পেনাল্টি পেতে ডি-বক্সে ডাইভের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড পান পর্তুগিজ এই ফরোয়ার্ড।

বহিষ্কার হওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রোনালদো। আর লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কা মারার অপরাধে নিষিদ্ধ হয়েছেন আরও চার ম্যাচ।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে ১০ দিনের মধ্যে আপিল করতে পারবেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।

বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে সুপার কাপের ফিরতি লেগে খেলতে পারবেন না রোনালদো।

সুপার কাপের মতো ঘরোয়া প্রতিযোগিতা লা লিগার চার ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২০ সেপ্টেম্বর লিগে রিয়াল বেতিসের বিপক্ষে ফিরতে পারবেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।

তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে বাধা নেই রোনালদোর।

নিষিদ্ধ যে ৫ ম্যাচে:

প্রতিযোগিতা

প্রতিপক্ষ

তারিখ

স্প্যানিশ সুপার কাপ (দ্বিতীয় লেগ)

বার্সেলোনা

১৬ অগাস্ট

লা লিগা

দেপোর্তিভো লা করুনা

২০ অগাস্ট

লা লিগা

ভালেন্সিয়া

২৭ অগাস্ট

লা লিগা

লেভান্তে

৯ সেপ্টেম্বর

লা লিগা

রিয়াল সোসিয়েদাদ

১৭ সেপ্টেম্বর