রোনালদোর লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে রিয়াল

বার্সেলোনার ডি-বক্সে ডাইভের অভিযোগে ক্রিস্তিয়ানো রোনালদোর পাওয়া হলুদ কার্ডের শাস্তি মেনে নিতে পারছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ও অধিনায়ক সের্হিও রামোস। আগামী ম্যাচে দলের তারকা এই ফরোয়ার্ডকে খেলানোর জন্য আপিল করার কথা জানিয়েছেন তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 07:10 AM
Updated : 14 August 2017, 04:07 PM

রোববার রাতে কাম্প নউয়ে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে চির প্রতিদ্বন্দ্বীদের ৩-১ গোলের হারায় রিয়াল।

ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। বদলি হিসেবে নামার পর খেলতে পারেন ২৪ মিনিট। তাতেই ম্যাচে রাখেন সবচেয়ে বড় ভূমিকা।

লিওনেল মেসি স্বাগতিকদের সমতায় ফেরানোর পর ৮০তম মিনিটে দুর্দান্ত এক গোলে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। গোলের পর জামা খুলে উদযাপন করে দেখেন হলুদ কার্ড। দুই মিনিট পরই দ্বিতীয় হলুদ কার্ড পান সামুয়েল উমতিতির সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় পেনাল্টি পেতে ডি-বক্সে ডাইভের অভিযোগে। মাঠ ছাড়ার আগে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কাও মারেন চার বারের বর্ষসেরা এই ফরোয়ার্ড।

লাল কার্ড দেখে রোনালদোর মাঠ ছাড়াটা মেনে নিতে পারছেন না জিনেদিন জিদান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান আপিল করার কথা।

“আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোর বহিষ্কারে আমি ক্ষুব্ধ। হয়তো এটা পেনাল্টি ছিল না, কিন্তু লাল কার্ড দেখানোটা একটু কঠোর হয়ে গেছে। আমরা এটা পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমরা চেষ্টা করবো বুধবার (দ্বিতীয় লেগে) তার খেলা নিশ্চিত করতে।”

রিয়াল অধিনায়ক সের্হিও রামোসও মনে করেন রোনালদোর এই শাস্তি প্রাপ্য ছিল না।

“আমি মনে করি, সে ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সে ডাইভ দেয়নি। আমাদের আপিল করতে হবে। এটা আরেকটু বেশি বিশ্লেষণ করা উচিত।”