ম্যানইউকে জেতালেন অভিষিক্ত লুকাকু
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2017 11:14 PM BdST Updated: 14 Aug 2017 12:28 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের প্রথম ম্যাচটা রাঙালেন রোমেলু লুকাকু। এই ফরোয়ার্ডের নৈপুণ্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতায় শুভ সূচনা করেছে জোসে মরিনিয়োর দল।
ইপিএলে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে জিতেছে ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকদের জয়ে দুটি গোল করেছেন এই মৌসুমেই এভারটন থেকে দলে আসা লুকাকু। অন্য দুটি গোল অঁতনি মার্সিয়াল ও পল পগবার।
ঘরের মাঠে রোরবার অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করতে থাকা ইউনাইটেড ১৮তম মিনিটে প্রথম সুযোগ পায়। বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢোকা হুয়ান মাতা গোলরক্ষককে একা পেয়ে শট নিতে দেরি করে ফেলেন। আর জো হার্টের গায়ে লাগার পর ফিরতি বল ছয় গজ বক্সের ঠিক বাইরে জটলার মধ্যে পেলেও শট নিতে পারেননি লকাকু।
২৭তম মিনিটে আবারও গোলরক্ষককে একা পেয়েছিলেন মাতা; কিন্তু এবার সরাসরি গোলে শট না নিয়ে সতীর্থকে পাস দিতে গিয়ে সুযোগটা নষ্ট করেন স্পেনের এই মিডফিল্ডার।

বিরতির ঠিক আগে গোলে প্রথমবারের মতো শট নিতে পারে ওয়েস্ট হ্যাম। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়ুর জোরালো সেই শট ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ দে হেয়া।
দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। হেনরিখ মিখিতারিয়ানের ফ্রি কিক থেকে অতিথিদের জাল খুঁজে পায় তার দারুণ হেড। গত মঙ্গলবার উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হারা ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন তিনিই।
ছয় মিনিট পর ব্যবধান কমানোর সুযোগ হারায় ওয়েস্ট হ্যাম। অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্কো আর্নাতোভিচের হেড ব্যর্থ হয় ক্রসবারে লেগে।

৮০তম মিনিটে র্যাশফোর্ডের জায়গায় মার্সিয়াল নামলে আক্রমণের ধার আরও বাড়ে ইউনাইটেডের। সুফল পেতেও দেরি হয়নি। ৮৭তম মিনিটে মিখিতারিয়ানের পাস থেকে স্কোর লাইন ৩-০ করেন ফরাসি ফরোয়ার্ড।
মার্সিয়ালের কাছ থেকেই বল পেয়ে ম্যাচের শেষ সময়ে লক্ষ্যভেদ করেন আরেক ফরাসি- পগবা।
এর আগে দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। প্রতিপক্ষের মাঠে গতবারের রানার্সআপদের গোল দুটি করেন ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি ও ওয়েলসের ডিফেন্ডার বেন ডেভিস।
আসরের উদ্বোধনী ম্যাচে শুক্রবার লেস্টার সিটির বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পায় আর্সেনাল।
শনিবার দিনের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডের মাঠে ৩-৩ গোলে ড্র করে লিভারপুল। আর চেলসিকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে দেয় বার্নলি।
নবাগত ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। এছাড়া স্টোক সিটিকে ১-০ গোলে হারায় ওয়েইন রুনির দল এভারটন।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল