‘নেইমার এত দামি খেলোয়াড় নয়’

রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে কেনার মতো খেলোয়াড় নেইমার নয় বলে মনে করেন বায়ার্ন মিউনিখের সভাপতি উলি হুয়েনেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 02:00 PM
Updated : 13 August 2017, 02:00 PM

সম্প্রতি রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো খরচ করে বার্সেলোনা থেকে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নেয় পিএসজি।

বার্সেলোনার হয়ে চার বছরে দারুণ সফল ছিলেন নেইমার। ২০১৩ সালে সান্তোস থেকে কাম্প নউয়ে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে মোট ১০৫টি গোল করেন তিনি। দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেন মোট আটটি শিরোপা।

ব্রাজিলের হয়েও ৫২টি গোল করেছেন নেইমার। দেশকে জিতিয়েছেন রিও অলিম্পিকের সোনা। তারপরও ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড এতো দামের খেলোয়াড় কি-না, সে ব্যাপারে নিশ্চিত নন হুয়েনেস।

“২২ কোটি ২০ লাখ ইউরো? নেইমারকে আমি অত ভালো মনে করি না।”