আলমেরিয়ার বিপক্ষে অনেকটা সময় পর্যন্ত পিছিয়ে থেকেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল কার্লো আনচেলত্তির দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মোহাম্মদ ইলিয়াসের একমাত্র গোলেজয় পায় রহমতগঞ্জ। ম্যাচের ২৫তম মিনিটে শারহান হালদারের বাড়ানো বল ধরে ডান দিক দিয়েডি-বক্সে ঢুকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
৬৫তম মিনিটে আসিফ হোসেইন রিমনের ভলি ক্রসবার উঁচিয়ে বেরিয়ে গেলে ব্যবধানদ্বিগুণ করে নিতে পারেনি রহমতগঞ্জ। তবে শেষ পর্যন্ত পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে গতলিগে সপ্তম হওয়া রহমতগঞ্জ।
আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-২ গোলে হারিয়ে শুরু করা কামাল বাবুর দল নিজেদেরদ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল।
আগের দুই ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্রকরেছিল গত লিগে চতুর্থ হওয়া ব্রাদার্স।
মঙ্গলবার প্রথম ম্যাচে মোমোদু বাহ ও সলোমন কিংয়ের গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ২-১ ব্যবধানে হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।