১৫০০ মিটারে সেরা কিপিয়েগন

অলিম্পিকের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও এক হাজার ৫০০ মিটারে সোনা জিতেছেন ফেইথ কিপিয়েগন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2017, 01:31 PM
Updated : 8 August 2017, 01:31 PM
লন্ডন স্টেডিয়ামে সোমবার ৪ মিনিট ২.৫৯ সেকেন্ডে সবার আগে দৌড় শেষ করেন কেনিয়ার এই অ্যাথলেট। দুই বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের বেইজিং আসরে রূপা জিতেছিলেন কিপিয়েগন।

৪ মিনিট ২.৭৬ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন ৩০ বছর বয়সী ২০১১ আসরের সেরা যুক্তরাষ্ট্রের জেনি সিম্পসন। ৪ মিনিট ২.৯০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ৮০০ মিটারের বিশেষজ্ঞ দক্ষিণ আফ্রিকার কাস্টার সেমেনিয়া।

অবশেষে জ্যামাইকার সোনা

১০০ মিটারে উসাইন বোল্ট ও ইলেইন টমসন হতাশ করার পর জ্যামাইকানদের মুখে হাসি ফুটিয়েছেন ওমার ম্যাক্লাউড।

১১০ মিটার হার্ডলসে সেরা হয়ে জ্যামাইকাকে আসরের প্রথম সোনা এনে দিয়েছেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।

১৩.০৪ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের গতবারের সোনা জয়ী সের্গেই শুবেনকভকে পেছনে ফেলেন তিনি।

গত বছর রিও অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন ম্যাক্লাউড।