ওলাডিপো-সবুজের গোলে জয়রথে চট্টগ্রাম আবাহনী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2017 07:11 PM BdST Updated: 07 Aug 2017 08:40 PM BdST
গোলশূন্য প্রথমার্ধের পর দলকে এগিয়ে নিলেন আফিজ ওলাওলে ওলাডিপো। পরে তৌহিদুল আলম সবুজ ব্যবধান বাড়ানোর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী।
বাংলাদেশ জুট মিল করপোরেশনকে (বিজেএমসি) ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রামের দলটি।
টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোমবার খেলতে নামা চট্টগ্রাম আবাহনীর প্রথমার্ধের খেলায় ছিল না প্রত্যাশিত ধার। মামুনুল ইসলাম-সোহেল রানারা মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিতে না পারায় আক্রমণও শানাতে পারেননি ওলাডিপো-সবুজরা।
বলার মতো প্রথম আক্রমণ করে আগের দুই ম্যাচে জয়হীন থাকা বিজেএমসি। ২৭তম মিনিটে কৃষ্ণর ক্রসে আব্দুল্লাহ আল মামুন হেডের চেষ্টা করলেও নাগাল পাননি। পরে এই মিডফিল্ডারের ভলিও লক্ষ্যভ্রষ্ট হয়।
৩৯তম মামুনুলের থ্রো নিয়ন্ত্রণে নিয়ে ভালো সুযোগ পান ওলাডিপো; কিন্তু চট্টগ্রাম আবাহনীর এই নাইজেরিয়ান ফরোয়ার্ড শট নিতে দেরি করার সুযোগে বল বিপদমুক্ত করেন ডিফেন্ডাররা।
দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরা চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় ৬৩তম মিনিটে। ডি-বক্সে মনসুর আমিন ক্রস থেকে ওলাডিপো মাপা শটে গোলরক্ষককে পরাস্ত করেন।
৭২তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে সবুজের নিখুঁত কোনাকুনি প্লেসিং শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
বিজেএমসি এ নিয়ে তিন ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পেলো।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ