‘বার্সার চেয়ে বড় নয় নেইমার’

নেইমারকে ধরে রাখার সবরকম চেষ্টা করেও পারেনি বার্সেলোনা। দলের অন্যতম সেরা ফুটবলারকে হারানোর পর ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, কোনো খেলোয়াড়ই দলের চেয়ে বড় নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2017, 01:01 PM
Updated : 7 August 2017, 06:06 PM

কয়েক সপ্তাহের নাটকীয়তার পর গত বৃহস্পতিবার নেইমারের বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো পরিশোধ করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে নেয় পিএসজি।

২৫ বছর বয়সী এই ফুটবলার চলে যাওয়ার পর সম্প্রতি দলের সবাইকে বিষয়টা ভুলে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান কোচ এরনেস্তো ভালভেরদে। এবার সভাপতিও তেমনটাই বললেন।

“সে চলে যেতে চেয়েছিল। আমরা ওই সিদ্ধান্তে একমত ছিলাম না। তবে কোনো খেলোয়াড়ই বার্সার চেয়ে বড় নয়। একটি ক্লাব হিসেবে মানুষ আমাদের সম্মান করে।”

প্রাক মৌসুমের প্রস্তুতি শেষে সোমবার জুয়ান গাম্পের ট্রফি দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের বিপক্ষে খেলবে কাতালান ক্লাবটি।

এরপর দুই লেগের স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।