‘রেকর্ড ভাঙতে ম্যানইউতে দরকার মেসি-রোনালদো’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2017 06:49 PM BdST Updated: 06 Aug 2017 06:58 PM BdST
ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের গোলের রেকর্ড অক্ষত থাকবে বলে বিশ্বাস ওয়েইন রুনির। ক্লাবটিতে ক্রিস্তিয়ানো রোনালদো বা লিওনেল মেসির মতো কেউ এলেই কেবল রেকর্ডটি হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড।
ওল্ড ট্র্যাফোর্ডে ১৩ বছর কাটিয়ে গত মাসে শৈশবের ক্লাব এভারটনে ফিরেন রুনি। এ সময়ে ক্লাবটির হয়ে সর্বোচ্চ ২৫৩টি গোল করেন আক্রমণভাগের এই খেলোয়াড়। রেকর্ডটির আগের মালিক ববি চার্লটন থেকে চারটি গোল বেশি তার।
৩১ বছর বয়সী রুনির মতে, ইউনাইটেডের গোলদাতার তালিকায় তাকে টপকাতে খেলা পরিবর্তন করে দেওয়ার মতো প্রতিভার প্রয়োজন। তাছাড়া এক ক্লাবে দীর্ঘদিন থাকবে এমন খেলোয়াড়ও বর্তমানে সচরাচর দেখা যায় না বলে রেকর্ডটি রয়ে যাবে।
“মেসি বা রোনালদোর মতো কাউকে তারা পেলে রেকর্ডটি ভাঙতে পারে!”
“কিন্তু আমি মনে করি, ফুটবলে এখন খেলোয়াড়দের ক্লাবগুলোতে এতো বেশি দিন থাকার মনোভাব থাকে না। আমি যতদিন (ইউনাইটেডে) থেকেছি কেউ সে পরিমান সময় থাকলেই শুধু রেকর্ড ভাঙাটা আমি দেখতে পারবো।”
জানুয়ারিতে স্টোক সিটির বিপক্ষে গোল করে ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি গড়েন রুনি। ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী শনিবার এই দলের বিপক্ষেই এভারটনের হয়ে মাঠে নামবেন তিনি।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি