পিকেকে সেই পোস্ট দিতে মানা করেছিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2017 05:15 PM BdST Updated: 05 Aug 2017 05:35 PM BdST
রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে নাম লেখানোর পর নেইমার জানিয়েছেন, সাবেক সতীর্থ জেরার্দ পিকেকে সেই আলোচিত ‘সে থাকছে’ টুইট করতে মানা করেছিলেন তিনি।
অনেক দিন ধরে চলা নাটকীয়তার পর বৃহস্পতিবার ২২ কোটি ২০ লাখ ইউরোয় পাঁচ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন নেইমার।
এবারের দল বদল মৌসুম শুরুর পর থেকেই নেইমারের পিএসজিতে আসা নিয়ে গুঞ্জন শুরু হয়। গত কয়েক দিনে তা নাটকীয় রূপ নেয়। বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ, কোচ এরনেস্তো ভালভেরদে ও দলের অনেক খেলোয়াড় বলে আসছিলেন, কাম্প নউয়েই থাকছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তারই মাঝে গত মাসে সমর্থকদের আশা বাড়ানো একটি পোস্ট দেন ডিফেন্ডার পিকে। নেইমারের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘সে থাকছে’।
প্যারিসে পাড়ি জমানোর পর নেইমার জানালেন, ওই পোস্টের মাধ্যমে পিকে কেবল নিজের মতই প্রকাশ করেছিলেন।
“আমরা একসঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলাম এবং সে একটি ছবি পোস্ট করে। আমরা কেবল মজা করছিলাম। আমি তাকে এটা না করতে বলেছিলাম।”
“এ সময় আমি অনেক কিছুর ব্যাপারে ভাবছিলাম। কিন্তু সে ওই মজা করতে ও তার অনুভূতি প্রকাশ করতে চেয়েছিল। আমি সেটাকে সম্মান করি। ফুটবলে সে আমার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। আমি শুধু তার মঙ্গল কামনা করি।”
বার্সেলোনা ছেড়ে আসা প্রসঙ্গে নেইমার বলেন, “দুই দিন আগে আমি আমার সিদ্ধান্ত নেই। প্রথমে আমি যেটা করেছিলাম তা হলো বার্সেলোনা কোচকে (এরনেস্তো ভালভেরদে) জানাই। আমি এই ক্লাব এবং এই কোচকে অনেক সম্মান করি। তাই তিনিই প্রথম ব্যক্তি ছিলেন যিনি আমার সিদ্ধান্ত জানতে পেরেছিলেন।”
ইনস্টাগ্রামে দুইজনের ছবি পোস্ট করে স্পেনের এই খেলোয়াড় লিখেছেন- “তুমি (বার্সেলোনায়) আসার পর থেকেই আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো দেখেছি। আশা করি, ভবিষ্যতেও তুমি ভালো করবে।”
“আমি তোমাকে ভালোবাসি, জেরার্দ।"
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
টিভিতে আজ
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল