পিএসজির প্রথম ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের

নথিপত্র সংক্রান্ত জটিলতায় ফরাসি লিগে পিএসজির প্রথম ম্যাচে খেলা হচ্ছে না রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে যোগ দেওয়া নেইমারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 10:03 AM
Updated : 5 August 2017, 10:03 AM

শনিবার লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় নিজেদের মাঠে আমিয়াঁর বিপক্ষে খেলবে পিএসজি।

ফ্রান্সের কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্প্যানিশ ফেডারেশন থেকে বার্সেলোনার সাবেক ফরোয়ার্ডের আন্তর্জাতিক দল বদলের সার্টিফিকেট (আইটিসি) ফরাসি ফুটবল সংস্থায় শুক্রবারের নির্দিষ্ট সময়সীমার মধ্যে পৌঁছায়নি। আর তাই পাক দে পাঁসে এই ম্যাচে খেলতে পারবেন না তিনি।

শুক্রবার মধ্যরাতের আগে আইটিসি পৌঁছালে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হতেন নেইমার। আর তখন আমিয়াঁর বিপক্ষে খেলতে পারতেন তিনি।

গত দুই সপ্তাহ ধরে চলা নাটকীয়তার পর বৃহস্পতিবার রাতে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন নেইমার। পাঁচ বছরের চুক্তিতে আসা নেইমার আনুষ্ঠানিভাবে পিএসজির স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে আসেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

টানা চারবার ফরাসি লিগ জেতা পিএসজি গতবছর মোনাকোর পিছনে থেকে রানার্সআপ হয়।