বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুরু নিয়ে অসন্তুষ্ট বোল্ট

আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট সহজেই লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টের হিট পার হলেও দৌড়ের শুরু নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 02:49 AM
Updated : 5 August 2017, 02:49 AM

লন্ডন স্টেডিয়ামে শুক্রবার নিজের হিটে ১০.০৭ সেকেন্ড সময় প্রথম হন জ্যামাইকার এই কিংবদন্তি। নিজের পারফরমেন্সকে ‘খুব খারাপ’ হিসেবে দেখছেন বিশ্বরেকর্ডের মালিক।

এই আসর শেষে অবসর নিতে যাওয়া বোল্ট দেরিতে শুরু করে ফেলায় বেশ পিছিয়ে ছিলেন। তবে এরপর স্বভাবসুলভ গতিতে সবাইকে ছাড়িয়ে অনায়াসেরই প্রথম হন তিনি।

সহজেই হিট পার করেছেন ডোপিংয়ের জন্য দুইবার নিষিদ্ধ হওয়া যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনও।

১০ হাজারে আবার সেরা ফারাহ

১০ হাজার মিটারে সেরা হয়েছেন ব্রিটেনের মো ফারাহ। অ্যাথলেটিক্সের সর্বোচ্চ আসরের এই ইভেন্টে এটি সর্বকালের অন্যতম সেরা এই দূরপাল্লার দৌড়বিদের টানা তৃতীয় সোনা।

শুক্রবার রাতে লন্ডন স্টেডিয়ামে প্রায় ৫৫ হাজার স্বাগতিক সমর্থকের গর্জনের মধ্যে শেষ দিকে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে ২৬ মিনিট ৪৯.৫১ সেকেন্ডে দৌড় শেষ করেন ফারাহ।

উগান্ডার জশুয়া চেপতেগি (২৬ মিনিট ৪৯.৯৪ সেকেন্ড) রুপা ও কেনিয়ার বল টানুই ব্রোঞ্জ জিতেছেন।