চ্যাম্পিয়ন্স লিগের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় নেই নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের পজিশনভিত্তিক সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকাতে নেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2017, 12:16 PM
Updated : 4 August 2017, 04:53 PM

২০১৬-১৭ মৌসুমের জন্য করা এই তালিকায় ঠাঁই হয়নি মোনাকোর উঠতি তারকা কিলিয়ান এমবাপেরও।

অনেক টানাপোড়েনের পর গত বৃহস্পতিবার রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার।

সেরা ফরোয়ার্ডের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন বার্সেলোনার লিওনেল মেসি; রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো ও ইউভেন্তুসের পাওলো দিবালা।

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে মোনাকোর সেমি-ফাইনালে তোলায় দারুণ অবদান থাকলেও দলটির ফরাসি ফরোয়ার্ড এমবাপের জায়গা হয়নি সংক্ষিপ্ত তালিকায়। ভোটে চতুর্থ স্থান পান এমবাপে। বায়ার্ন মিউনেখের রবের্ত লেভানদোভস্কি পঞ্চম ও নেইমার হন ষষ্ঠ।

তালিকায় থাকা ১২ জনের মধ্যে আধিপত্য করছে রিয়ালের খেলোয়াড়রা। ছয় জনই লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়রনদের।

আগামী ১৫ অগাস্ট জয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবে উয়েফা।

সংক্ষিপ্ত তালিকা:

গোলরক্ষক: জানলুইজি বুফ্ফন (ইউভেন্তুস), মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ)।

ডিফেন্ডার: লিওনার্দো বোনুচ্চি (ইউভেন্তুস, বর্তমানে এসি মিলান), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)।

ফরোয়ার্ড: পাওলো দিবালা (ইউভেন্তুস), লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)।