পিএসজিতে ১০ নম্বর জার্সিতে নেইমার

বিশ্বরেকর্ড গড়া ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া নেইমার ফরাসি ক্লাবটিতে পরবেন ১০ নম্বর জার্সি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2017, 06:40 AM
Updated : 4 August 2017, 04:52 PM

বৃহস্পতিবার রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

বার্সেলোনায় লিওনেল মেসি ১০ নম্বর জার্সি পরায়, নেইমার পেয়েছিলেন ১১ নম্বর। ব্রাজিল দলে অবশ্য ১০ নম্বর জার্সি তার। এখন প্যারিসের দলটিতেও পছন্দের নম্বর পেলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

পিএসজিতে ১০ নম্বর জার্সি আগে ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। সুইডেনের এই স্ট্রাইকার গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডে গেলে জার্সিটি পান হাভিয়ের পাস্তোরে। আর্জেন্টিনার এই খেলোয়াড় তা উপহার দিয়েছেন নেইমারকে।

“এটা একটা ছোটো উপহার, প্যারিসে স্বাগতম”

“আমি চাই সে খুশি হোক এবং প্রথম দিন থেকেই এখানে স্বাচ্ছন্দ্য বোধ করুক।”

১০ নম্বর জার্সি ছেড়ে দিয়ে নেইমারের কাছে চাওয়াটাও জানালেন পাস্তোরে।

“আমি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই যাতে সে এবং পুরো স্কোয়াড এগিয়ে যেতে পারে এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে।”

গত মৌসুমে মোনাকোর কাছে লিগ ওয়ানের শিরোপা হারায় পিএসজি। পাঁচ বছরের মধ্যে প্র্রথমবারের মতো তারা শিরোপাটি জিততে পারেনি। তবে পিএসজির অনেক দিন ধরেই মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় আসার পর নেইমার প্রতিযোগিতামূলক ফুটবলে হয়ে মোট ১০৫টি গোল করেছেন। জিতেছেন দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি শিরোপা।

২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার ‘ট্রেবল’ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন ব্রাজিলের এই ফরোয়ার্ড।