নেইমারের বাই আউটের অর্থ ফিরিয়ে দিল লা লিগা

নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার প্রক্রিয়া নাটকীয় মোড় নিয়েছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের আইনজীবীরা বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে গেলে তা ফিরিয়ে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2017, 11:26 AM
Updated : 3 August 2017, 04:14 PM

বুধবার বার্সেলোনাকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া নেইমার রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন।

লা লিগা কর্তৃপক্ষ মনে করছে, নেইমারকে কিনতে গিয়ে উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙছে পিএসজি। ফরাসি ক্লাবটি ‘ফিন্যান্সিয়াল ডোপিং’ করছে বলে সম্প্রতি অভিযোগ করেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

এদিকে, স্প্যানিশ লিগের সিদ্ধান্তে ‘বিস্মিত’ ফরাসি লিগ (এলএফপি) কর্তৃপক্ষ। লা লিগা কর্তৃপক্ষকে ফিফার নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

এর আগে বার্সেলোনাও জানিয়েছিল, উয়েফার কাছে তারা পিএসজির বিরুদ্ধে এফএফপির নিয়ম ভাঙার অভিযোগ করবে।

স্পেনের নিয়ম অনুযায়ী, ক্লজের মোট অর্থ লা লিগায় জমা দেওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এরপর লিগ কর্তৃপক্ষ ওই অর্থ খেলোয়াড়টিকে বিক্রি করা ক্লাবকে দেয়। 

এফএফপির নিয়ম অনুযায়ী, একটি দল তার মোট আয়ের চেয়ে তিন কোটি ইউরোর বেশি খরচ করতে পারবে না।