রিয়াল মাদ্রিদের জয়ে নায়ক লুকা জিদান

কষ্টের জয় দিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শেষ করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের সর্বশেষ প্রস্তুতি ম্যাচে মেজর লিগ সকার অল স্টার্সকে টাইব্রেকারে হারিয়েছে জিনেদিন জিদানের দল। এতে সবচেয়ে বড় অবদান তরুণ গোলরক্ষক লুকা জিদানের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2017, 05:40 AM
Updated : 3 August 2017, 03:33 PM

শিকাগোর সোলজার ফিল্ডে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে ড্র ছিল। টাইব্রেকারে লা লিগা ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাধারীরা জেতে ৪-২ ব্যবধানে।

প্রাক-মৌসুমের শেষ ম্যাচেও খেলেননি দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ইসকো, টনি ক্রসে গড়া রিয়াল নিজেদের ছায়া হয়ে ছিল প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে ১২ জন বদলি খেলোয়াড় নামান জিদান।

৫৯তম মিনিটে মায়োরালের গোলে এগিয়ে যায় রিয়াল। কাকা, দাভিদ ভিয়া সমৃদ্ধ অল স্টার্স সমতা ফেরায় ম্যাচের শেষের দিকে। ৮৭তম মিনিটে অতিথিদের জাল খুঁজে পান ডম ডয়ার।

ডয়ারেরই নেওয়া অল স্টার্সের প্রথম পেনাল্টি ফিরিয়ে টাইব্রেকারে নায়ক কোচ জিদানের ১৯ বছর বয়সী গোলরক্ষক ছেলে লুকা। পরে ক্রসবারে মারেন জিওভানি দস সান্তোস।

রিয়ালের হয়ে গোল করেন করিম বেনজেমা, মাতেও কোভাচিচ, গ্যারেথ বেল ও মার্সেলো।