ম্যানইউর ডাকের অপেক্ষায় বোল্ট

ফুটবলের প্রতি বরাবরই একটা ভালো লাগা আছে উসাইন বোল্টের। তা থেকেই এবার ফুটবল মাঠে নামতে চান শিগগিরই ট্র্যাক অ্যান্ড ফিল্ড ছাড়তে যাওয়া এই গতিদানব। ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক বোল্ট ক্লাবটির কোচ জোসে মরিনিয়োর ডাক পাওয়ার অপেক্ষায় আছেন। আর সেটা চলতি মৌসুমের দল বদলেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2017, 11:23 AM
Updated : 2 August 2017, 11:23 AM

আগামী শুক্রবার লন্ডনে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দিয়ে ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন বোল্ট।

বিদায়ী আসরে ১০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে দৌড়াবেন অলিম্পিকে আটটি সোনা জয়ী বোল্ট।

ফুটবল ভাবনা নিয়ে জ্যামাইকার ৩০ বছর বয়সী এই দৌড়বিদ বলেন, “সবাই জানে, আমি সবসময় ফুটবল খেলার ব্যাপারে কথা বলি। আমি মরিনিয়োর ডাকের অপেক্ষায় আছি। আমি মনে করি, (চলতি দল বদলের) শেষ দিন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন।”